Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পিয়ারা
বিস্তারিত : পিয়েরা গাছ বর হইনা। পিয়ারার গাছের কি কি সার দিতে হবে।গাছের বয়স ৬মাস

উত্তর/মতামত

পেয়ারা গাছে যে সব সার দিতে হবে নিচে উল্লেখ করা হলো: গোবর-১০ কেজি, ইউরিয়া-১৫০ গ্রাম, টিএসপি-১৫০ গ্রাম, এমপি-১৫০ গ্রাম ১ টা গাছের জন্য। এসব সার তিন কিস্তিতে ফেব্রুয়ারী, মে ও সেপ্টেম্বর মাসে গাছের গোড়া থেকে একটু দুরে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর হালকা করে পানি দিতে হবে। গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং মাঝে মাঝে গোড়ার মাটি ভেঙ্গে দিতে হবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর