Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : wilt disease management of guava
বিস্তারিত :A farmer of Jessore asked me how can he control the wilt disease of his guava orchard. He has 2 hectares guava orchard of exotic cultivar.

উত্তর/মতামত

ফিউজেরিয়াম নামক মাটি বাহিত ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। এ রোগের কোন প্রতিকার নেই। তাই একে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। চারা রোপনের পূর্বে মাটি পরীক্ষা করে সঠিক জায়গা নির্বাচন প্রয়োজন। মাঠ/বাগানের আগাছা পরিস্কার রাখতে হবে এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে। এছাড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আদিজোড় যেমন-এল ৪৯ ও পলি পেয়ারার সাথে কলম করে এ রোগের আক্রমন প্রতিরোধ করা যায়। মাটির অম্লত্বের ভিত্তিতে ডলোচুন প্রয়োগ করে এ রোগ প্রতিরোধের ব্যবস্থা থাকলেও, তা যশোর এলাকার জন্য উপযুক্ত নয়।
ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১