Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পোকা দমন আর গাছের পুষ্টি
বিস্তারিত :আমার লেবু গাছে এখন নতুন ফুল আসছে।কিন্তু পিপড়া আর সাদা তুলার মত একটা পোকা আক্রমন করছে। তাছাড়া লেবুর 'করা 'গুলো মনে হয় ঝরে যাবে এমন মনে হয়। কোন প্রকার সার কি দিতে হবে? আমার লেবু গাছ ১টি। কিন্ত আল্লাহর রহমতে প্রচুর লেবু হয়।

উত্তর/মতামত

গাছে মিলি ব্যাগ (Melly bug) নামক পোকার আক্রমন হয়েছে। এ অবস্থায় রিপকর্ড (Ripcord) নামক কীটনাশক ০.৫ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। এতে পিঁপড়া দমন হয়ে যাবে। ১০-১৫ দিন পর পর ২-৩ বার দিতে হবে।
“কবা” রক্ষার জন্য ২৫০ মিলি ইউরিয়া ১০ লিটার পানিতে মিশিয়ে সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে গাছের পাতার নিচের দিকে ছিটিয়ে (স্প্রে) করে দিতে হবে। ১৫ দিন পর আরও ১ বার দিতে হবে।
ব্রাশ দিয়ে সাদা তুলার মত পোকাগুলো ফেলে দিয়ে ঔষধ স্প্রে করতে হবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর