Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : malta bari 1colom chas somporke
বিস্তারিত :Malta colom cara somporke bistarito bolun please

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বারি মাল্টা-১ নামে একটি মাল্টার জাত মুক্তায়ন করা হয়েছে। বারি মাল্টা-১ পাকলে কখনই হলুদ বর্ণ ধারণ করে না। পূর্নতা প্রাপ্তির সাথে সাথে এই ফল গাঢ় সবুজ বর্ণ থেকে হালকা সবুজ বা ফ্যাকাশে সবুজ হয়ে থাকে। মাল্টা চাষ করতে হলে যেন উঁচু জমি হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, অর্থাৎ পানি যেন আটকে না থাকে। বিএআরআই উদ্ভাবিত বারি মাল্টা-১ এর চারা/কলম সংগ্রহ করতে এবং মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
মো: দেলুয়ার, সিলেট, মোবাইল: ০১৭১১-৯১১৪৩৭
ড. মদন গোপাল সাহা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২