Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কিভাবে আম গাছ কলম করা হয়?
বিস্তারিত :দেশী আম গাছ কি কলম করা যাবে,কিভাবে কলম করতে হয়,,নিয়ম টা লিখবেন plzz

উত্তর/মতামত

আপনি চাইলে দেশি আমের গাছের উপর দেশি জাতের কলম করতে পারবেন। এছাড়াও, দেশি গাছকে rootstock হিসেবে ব্যবহার করে অন্য ভাল জাতের আমের scion নিয়ে কলম করতে পারবেন। বিভিন্ন ধরনের কলম পদ্ধতি রয়েছে। গুটি কলম, ক্লেফট গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং ইত্যাদি। কলম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।

ড. মো. জিল্লুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৭১৫-০৮২৫৫৫