Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ginger
বিস্তারিত :sir I want to know about no. of varieties of ginger found in BARI and their details.

উত্তর/মতামত

বারি কর্তৃক উদ্ভাবিত আদার জাত হলো বারি আদা-১।
জাতটির বৈশিষ্ট নিম্নরুপ:
১। গাছের গড় উচ্চতা ৭৯-৮২ সে.মি. প্রতি গাছে টিলার সংখ্যা ৩০-৩৩ টি, পাতার সংখ্যা ২১০-২১২টি
২। প্রতি গাছে প্রাইমারী রাইজোমের সংখ্যা ৪৫-৫৭টি, সেকেন্ডারী রাইজোমের সংখ্যা ৩৯০-৩৯৫টি হতে পারে।
৩। রাইজোম জমি লাগানো হতে উত্তোলন পর্যন্ত প্রায় ৩০০-২১০ দিন সময় রাগে।
৪। গড় ফলন প্রতি হেক্টরে ৩০-৩২ টন।
৫। আদা লাগানো উপযুক্ত সময় এপ্রিল-মে মাস (চৈত্র-বৈশাখ)
৬। জাতটির রোগ প্রতিরোধ ও সংরক্ষণ ক্ষমতা ভাল।
বিশেষ বিবেচ্য: জাতটি চাষাবাদে পানি জমে না এমন জমি নির্বাচন করতে হবে এবং রাইজোম পচন রোগ দমনে বিশেষ ব্যবস্থা গ্রহন করতে হবে।
মোহাম্মদ মোস্তফা কামাল
বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব)
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
মোবাইল : ০১৮১৮২৮৫৭৯৪