Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : এবোকাডো চাষ কি বাংলাদেশে করা যাবে?
বিস্তারিত :এবোকাডো চাষ কি বাংলাদেশে করা যাবে? এবং এর প্রশিক্ষণ সম্পর্কীয় তথ্যাদি কি জানাবেন?

উত্তর/মতামত

বাংলাদেশে অ্যাভোকেডো চাষ করা যায়। অ্যাভোকেডো নিয়ে বিএআরআই গবেষণা কাজ শুরু করেছে। এখনও কোন জাত উদ্ভাবিত হয় না। তাই এ সম্পর্কিত কোন প্রশিক্ষণ এবং চাষ পদ্ধতি সম্পর্কিত কোন তথ্য বিএআরআই সরবরাহ আপাতত করছে না। এক্ষেত্রে Internet থেকে চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য সংগহপূর্বক অ্যাভোকেডো চাষ করতে পারেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২