Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ
বিস্তারিত :মরিচ গাছের পাতা হলুদ হয়ে পচা

উত্তর/মতামত

 প্রাথমিক অবস্থায় মরিচ গাছের পাতা হলুদ হয়ে পচে গেলে রিডোমিল এম.জেড-৭২ এক লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর ৩ বার বীজতলার মাটি ভিজিয়ে দিতে হবে।
 বাড়ন্ত গাছে এই রোগ দেখা দিলে ১ লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন/ক্যাপটান গুলে আক্রান্ত গাছের গোড়ার মাটিতে দিতে হবে।
 বীজ শোধন করে জমিতে লাগাতে হবে। প্রতি কেজি বীজ ৩ গ্রাম ডাইথেন এম-৪৫ দিয়ে শোধন করতে হবে।

নিবেদিতা নাথ
বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল- ০১৭১৭-২২২৫৬২