Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লটকন
বিস্তারিত :লটকন গাছের যে নতুন পাতা হচ্ছে তা সব ছিদ্র করে খেয়ে নিচ্ছে কোন এক ধরনের পোকা, কিন্তু পোকা খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখা যাচ্ছে না। কিভাবে পোকা মেরে গাছের নতুন পাতার সাভাবিক রুপ ফিরে আসবে???

উত্তর/মতামত

লটকন গাছে চেফার বিটল নামক পোকার আক্রমণ ঘটেছে। এই পোকা পাতার নিচে ডিম পাড়ে এবং ডিম থেকে লার্ভা উৎপন্ন হয় ও পাতা খেয়ে ছিদ্র করে। পরে সমস্ত পাতা জালের মত হয়ে যায়। সুমিথিয়ন 1 ml/L পানিতে মিশিয়ে স্প্রে করে এ পোকা দমন করা যায়। ১৫ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে।
ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২