Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ১/বাগানে পিপড়া ২/ ফল টিকেনা
বিস্তারিত :১।আম একজন কলেজ ছাএ শখ এর বশে ছাদে বাগান করেছি ২।গাছে অনেক পিপড়া হই।কিভাবে দমন করব? ৩।ফল টিকেনাবিশেস কেরে আম গাছে কি করতে পারি?

উত্তর/মতামত

পিঁপড়ার উপদ্রব থেকে রক্ষা পেতে ডারসবান ৫০w@2g/L পানিতে মিশিয়ে স্প্রে করুন। এছাড়া Sevin powder অথবা সাবান পানি স্প্রে করে দেখতে পারেন। আপনার ছাদের লাগানো আম গাছের বয়স, পরিচর্যা পদ্ধতি, মাটি, সারের প্রয়োগ সম্পর্কিত কোন তথ্য নেই। এসব তথ্যাদি জানালে অথবা সরাসরি যোগাযোগ করলে সমাধান দেওয়া হবে। এছাড়াও BARI website এ গিয়ে → E-book → কৃষি প্রযুক্তি হাত বই → ২য় খন্ড → ফল ফসল (আম) সার্চ দিলে বিস্তারিত চাষ পদ্ধতি পাবেন।
ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২