Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল
বিস্তারিত :কাজী পেয়ারা কিভাবে কলম করতে হয়

উত্তর/মতামত

পেয়ারার বংশ বিস্তার কলমের মাধ্যমে করা হয় এবং গুটিকলম পদ্ধতি উত্তম। জুন-জুলাই মাস গুটিকলমের উপযুক্ত সময়। গুটি বাঁধার জন্য সুস্থ সবল গাছের কাঠ পেন্সিলের মত মোটা ডাল বেছে নিয়ে ডালটির আগা হতে নিচের দিকে ৩০-৪০ সেমি জায়গা ছেড়ে দিয়ে ৪-৫ সেমি পরিমান স্থানের বাকল কেটে খুব ভালভাবে পরিস্কার করে তুলে ফেলতে হবে। এরপর কাটা স্থানের চার দিকে পঁচা গোবর মিশ্রিত কাদা মাটি ১.৩-২.৫ সেমি পুরু করে লাগিয়ে পলিথিন কাগজ দিয়ে ভালভাবে বেঁধে দিতে হবে। গুটি বাঁধার ৩০-৪৫ দিনের মধ্যেই শিকড় বের হয়। শিকড় বাদামী রং ধারন করলে গুটির নিচে ডালটি কেটে নিতে হবে। এরপর পাতা ছাড়িয়ে ছায়াযুক্ত স্থানে কয়েকদিন রাখতে হেব এবং ছিদ্রযুক্ত পলিথিন বা মাটির টবে লাগাতে হবে। পানি দিতে হবে। ১৫-২০ দিনের মধ্যেই কলমে নতুন পাতা ও শিকড় গজাতে শুরু করবে। এ অবস্থায় কলমগুলো ৬ মাস যত্ন নিলে লাগানোর উপযুক্ত হবে।
ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১