Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমাদের লাউ ফলন কম
বিস্তারিত :আমাদের লাউ খেতে পর্যাপ্ত পরিমাণ ফলন নেই এখন কি ব্যবহার করতে পারি

উত্তর/মতামত

ক্ষেতে লাউ কম হওয়ার অনেক কারণ হতে পারে।
১। মাটিতে পুষ্টির অভাবে : পর্যাপ্ত জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা
২। পরাগায়ন না হলে : সে ক্ষেত্রে দুপুর-বিকালে হাতে পরাগায়ন করা
৩। জাত ভাল না হলে : লোকাল মার্কেটের লোকাল জাত অনেক সময় ভাল ফলন দেয় না।
৪। মাঝে মাঝে গাছের বৃদ্ধি অতিরিক্ত হলে ফলন দেয় না। সে ক্ষেত্রে গাছের কিছু শাখা প্রশাখা কেটে ফেলা।

ড. এ কে এম কামরুজ্জামান
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল ০১৭৫৪১১২০৫০