Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : komolai pochon o foler size soto
বিস্তারিত :Fol kisuta boro hoai pochon roge jhore jasse & pata mushre jasse. Dalim er ful ashe jhore jasse.

উত্তর/মতামত

ফল পঁচে যাওয়ার কারন ফল ছিদ্রকারী পোকার আক্রমন অথবা ফল পঁচা রোগ হতে পারে। পোকার ক্রীড়া বর্ধনশীল ফল ছিদ্র করে ভিতরে ঢুকে এবং ফলের ভিতরের অংশ খেয়ে পুত্তলিতে পরিণত হয়ে বের হয়ে যায়। এর ফলে ছত্রাক ব্যাকটোরিয়ার আক্রমন ঘটে এবং ফল পঁচে। এছাড়া পঁচন রোগের জীবানু দ্বারা ফল আক্রান্ত হলে কচি ফল ঝরে যায়। এ রোগে ফলের গায়ে, বোটায় হলদে বা কালো দাগ দেখা যায়, খোসা কুচকে যায়, ছোট ফল হয় এবং নরম হয়ে ফল পঁচে যায়।
প্রতিকারের জন্য রোগাক্রান্ত ডালপালা পুড়িয়ে ফেলতে হবে। ইন্ডোফিল এম-৪৫ ২.৫ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০ দিন অন্তর ৩-৪ বার ফুল, ফল ও গাছে ভালভাবে স্প্রে করতে হবে। ফলের বৃদ্ধি শুরু হলে কাপড় /পলিথিন /বাটার কাগজ ব্যাগ দিয়ে মুড়ে দিতে হবে। আর ফুল ঝরে যাওয়া সার পানির অভাবে বা অতিরিক্ত জলে এ রোগ হতে পারে। গাছের বয়স উল্লেখ করলে সারের মাত্রা জানানো যাবে।
ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১