Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Hydroponics
বিস্তারিত :আমি হাইড্রোপনিক্স সম্পর্কে জানতে চাচ্ছি। যেমন, কোন ডিজাইন টা সবচেয়ে উপযোগী হবে। পানি কি চলমান রাখতে হবে, নাকি স্থির থাকলেও চলবে? কোন নিউট্রিশন দিতে হবে, এগুলো কোথায় পাওয়া যাবে? ইত্যাদি। আর কোন লিফলেট বা এ ধরনের কিছু থাকলে, সেটা দিলেও খুশি হবো। ধন্যবাদ।

উত্তর/মতামত

হাইড্রোপনিক পদ্ধতি বা ডিজাইন ফসল ও আপনার চাহিদার উপর নির্ভ করবে। হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি উৎপাদনের ক্ষেত্রে পানি সচল রাখা প্রয়োজন। যাতে গাছের শিকড়ে অক্সিজেন সরবরাহ হয়। তবে মাটি ছাড়া অন্য কোন মাধ্যম যেমন- কোকো ডাস্ট, পা্ইরাইট, কাঠের গুড়া ইত্যাদিতে সবজি করলে বাতাস সরবরাহের কোন প্রয়োজন হয় না। হাইড্রোপনিক নিউট্রেশন এর তালিকা ও লিপলেট, বুকলেট ইত্যাদি সংগ্রহের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে হবে।
বিস্তারিত তথ্য জানার জন্য সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা
১। ড. জি এম এ হালিম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং- ০১৭১৫১৭৯৩৬৬
২। এ কে এম সেলিম রেজা মলিস্নক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং- ০১৭১১৯০০২৫৬
৩। ড. মোঃ আসাদুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং- ০১৭১৮১৩১৫৪৫