Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুনের গাছ হঠাৎ মারা যাচেছ
বিস্তারিত :বেগুনের গাছ প্রথমে সবুঝ পাতা গোড়ার দিক থেকে ঝোলসে গিয়ে আসতে আসতে পুরো গাছ মারা যাচেছ। কোথাও কনো পোকা বা পচনের দাগ নেই। আমি কি করবো বুঝতে পারছি না সার সমাধান চাই

উত্তর/মতামত

খুব সম্ভব আপনি বেশী মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করে থাকতে পারেন। তাছাড়া রোগের কারনে হলে Bavistin নামক ঔষধ ১ গ্রাম/লিটার মাত্রায় স্প্রে করতে পারেন। পোকার কারনে হলে এডমায়ার বা সাকসেস ১ মিলি/লিটার মাত্রায় স্প্রে করতে পারেন।

ড. এ কে এম কামরুজ্জামান
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল ০১৭৫৪১১২০৫০