Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের চারা রোপন বিষয়ে
বিস্তারিত :আমার বাড়ী পাবনা, চাপাই নবাবগঞ্জ হইতে একটি আমের চারা এনে আমার বাড়ীতে রোপন করতে চাই । এ ক্ষেত্রে আমার কি কি বিষয় খেয়াল রাখা জরুরী ?

উত্তর/মতামত

আমের চারা রোপনের জন্য বিভিন্ন বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরী। যেমন, সঠিক বয়সের সুস্থ্য চারা নির্বাচন, জমি নির্বাচন, গর্ত প্রস্তুতি , গর্ত তৈরির আগে ও পরে সঠিক পরিমানে সার ও সেচ প্রয়োগ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা জরুরী। চাষ পদ্ধতি বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, E-book, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল (আম)

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২