Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল
বিস্তারিত :কদবেল ফলে পোকা কি করব?

উত্তর/মতামত

কদবেল এ কি ধরনের পোকা, কখন আক্রমন করে এসব জানান নাই। যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমন ঘটে, তাহলে রিপকর্ড অথবা সুমিথিয়ন প্রতি লিটার পানিতে ১ মি.লি. হারে মিশিয়ে ফলের মার্বেল অবস্থা থেকে শুরু করে ১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। এছাড়া, ফল যদি গাছ পাকা না হয়, অর্থ্যাৎ কাঁচা অবস্থায় সংগ্রহ করতে চাইলে বোটাসহ ফল সংগ্রহ করতে হবে। বোটা ছাড়া ফল পাড়া হলে কয়েক দিনের মধ্যেই কদবেলের বোটার স্থানে ছত্রাক আক্রমন করে এবং এক ধরনের সাদা কীড়া দেখা যায়, ফলে বোটার অংশ থেকে পঁচা রস নি:সৃত হতে থাকে। পরিপক্ক কাঁচা ফল রোদে দিতে হবে, না হলে ছত্রাক ও সাদা কীড়ার আক্রমন ঘটে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২