Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লিচু গাছ
বিস্তারিত :আমার ৬২টি লিচুু গাছ আছে এ গাছের বয়স ৭ বছর তা ও ভালো করে ফল আচ্ছ না কোনো গাছে আসে আবার কোনো গাছে আচ্ছে না কি করলে আমি আমার গাছ গুলাতে ভালো ফল পাবো। স্যার বলবেন

উত্তর/মতামত

আপনার গাছগুলো বীজের নাকি, কলমের চারা, তা জানান নাই। ভাল ফলপেতে গাছের সঠিক পরিচর্যা প্রয়োজন। সঠিক সময়ে সার, সেচ প্রয়োগ, আগাছা, রোগ-বালাই দমন ইত্যাদি জরুরী। ৫-১০ বছর বয়সী গাছের জন্য গোবর-২০ কেজি, ইউরিয়া ৮০০ গ্রাম, টিএসপি ১২০০ গ্রাম, এমওপি ৮০০ গ্রাম, জিপসাম ২০০ গ্রাম, জিংক সালফেট ২০ গ্রাম। উপরোক্ত সারগুলো ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। বর্ষার শুরুতে ১ বার আশ্বিন-কার্তিক মাসে ২ বার এবং ফুল আসার পর ৩য় বার প্রয়োগ করে দেখুন। সেচ সুনিশ্চিত করতে হবে। এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২