Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লেবু
বিস্তারিত :লেবু গাছের পাতা কুকরানো এখন কি করব? গাছের পাতা ছিদ্র এবং গাছে ফল ফুল বেসি আসার জন্য কি করব।

উত্তর/মতামত

লিফমাইনার নামক পোকার আক্রমনে পাতা কুকড়ে যায়। গাছের আক্রান্ত পাতা ছিড়ে পুড়ে ফেলতে হবে। গাছে নতুন পাতা গজানোর সময় একতারা ০.৫ মিলি/লি. পানি অথবা কিনালাক্স ২৫ ইসি ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পরপর ৩-৪ বার গাছে স্প্রে করতে হবে। লেবু জাতীয় ফসলের উন্নত ও উচ্চ উৎপাদন সম্পর্কিত তথ্যাদি জানতে যোগাযোগ করুন: ড. মো: আজমউল্লাহ, প্রকল্প পরিচালক, সাইট্রাস ডেভেলোপমেন্ট প্রজেক্ট, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর,

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,
ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর,
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২