Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা গাছের সাদামাছি
বিস্তারিত :পেয়ারা গাছের সাদামাছি কিভাবে দমন করা যায়, বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর/মতামত

সাধারণত শীতকালে এদের আক্রমন বেশি দেখা যায়। সাদা মাছির আক্রান্ত স্থানে শুটিমোল্ড নামক ছত্রাক জন্মায়। আক্রান্ত পাতা ও ডগা ছাঁটাই করে ধ্বংস করতে হবে। প্রতি লিটার পানিতে ৫ গ্রাম সাবান অথবা ২ মি. লি. রগর মিশিয়ে ১০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে।

ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১