Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তেজপাতা চাষ প্রসঙ্গে...
বিস্তারিত :তেজপাতার বাগান আছে এক হেক্টরের তাতে প্রায় ৭০০ গাছ আছে। বছরের কোন সময় সার প্রয়োগ করতে হবে এবং কি নিয়মে পাতা সংগ্রহ করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই।

উত্তর/মতামত


১। প্রতি বছর বর্ষার শুরতে গাছের গোড়া বৃত্তাকারে ভালভাবে কুপিয়ে মাটি ঝুরঝুরে করে পঁচা গোবর ও রাসায়নিক সার মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে গাছ প্রতি পঁচা গোবর-২০ কেজি, ইউরিয়া-১৫০ গ্রাম, টিএসপি-১৫০ গ্রাম, এমওপি-১০০ গ্রাম হারে প্রতি বছরে প্রয়োগ করতে হবে। নতুন চারা রোপনের সময় প্রতি মাদায় ১০ কেজি গোবর এবং ১০০ গ্রাম টিএসপি মাটির সাথে মিশিয়ে নতুন চারা রোপন করতে হবে।
২। তেজপাতা গাছ সাধারণত ৭০-১০০ বছর পর্যন্ত বাঁচে এবং পাতা উৎপাদন করতে পারে। ৪-৫ বছর বয়সের গাছ হতে শীতকালে তথা অক্টোবর থেকে মার্চ মাসের শুষ্ক আবহাওয়ায় ছোট ছোট শাখা কেটে নিয়ে পাতা সংগ্রহ করা যায়। নুতন ও দ্রুত বর্ধনশীল গাছ হতে প্রতি বছর এবং পুরানো গাছ হতে এক বছর অন্তর অন্তর পাতা সাংগ্রহ করা যায়। সংগ্রহকৃত পাতা ৩-৪ দিন শুকিয়ে সংরক্ষণ অথবা বাজারজাত করা যায়।

মুহাম্মদ মোস্তফা কামাল
বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব)
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর
মোবাইল- ০১৮১৮২৮৫৭৯৪