Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুর পচন
বিস্তারিত :আলু খুব দ্রুত পচনের সম্মুখভাগে। হাল্কা হাল্কা ধরেছে সুতরাং আলুর এইপচনে কী ঔসধ প্রয়োগ করতে হবে? তবে আজকে মেটাটাপ 25wp দিলাম ও সা থে Ridomil gold ও দিলাম এবং৬দিন আগে এন্ট্রাkol ও এমকজিম দিয়েছি। এখন এই রোগ নিরাময়ে কি ভাল প্রোয়োগ ব্যাবস্হা আছে দয়া করে একটু জানান।

উত্তর/মতামত

আলু চাষের সময় আবহাওয়া কুয়াশাযুক্ত হলে এবং পচন দেখা দিলে প্রতিরোধ হিসেবে Ridomil Gold অথবা Indrofil অথবা Mancozeb ইত্যাদি ৩% হারে ৩ দিন অন্তর স্প্রে করা যেতে পারে। পাতা পঁচা রোগ দেখা দিলে সেচ বন্ধ করতে হবে এবং Secure নামক ফানজিসাইড ১% হারে ৩ দিন পর পর পাতার উপরে ও নীচে ভালভাবে স্প্রে করতে হবে।