Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গাছ রোপনের সঠিক সময়
বিস্তারিত :বাংলাদেশে গাছ রোপনের সঠিক সময় কখন? অর্থাৎ ইংরেজী কোন মাসে গাছ লাগানো যায়? এবং আমাদের দেশে কোন সময়ে বৃক্ষ মেলাগুলো হয়ে থাকে???

উত্তর/মতামত

বিভিন্ন গাছের রোপন সময় বিভিন্ন। ফুল, ফল সবজি ভেদে রোপন সময় ভিন্ন। তবে ফলের গাছ লাগাতে চাইলে মে থেকে সেপ্টেম্বর মাস উপযুক্ত, তবে তা নির্ভরশীল ফলের উপর, আপনি কোন ফলের গাছ লাগাবেন তার উপর। বিভিন্ন ফলের গাছ লাগানোর সময় জানতে ভিজিট করুন: www.bari.gov.bd পরে e-book পরে কৃষি প্রযুক্তি হাতবই পরে ২য় খন্ড পরে ফল ফসল এছাড়া বৃক্ষমেলাগুলো জুন-জুলাই মাসে হয়ে থাকে। ড. বাবুল চন্দ্র সরকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র