Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : অালু
বিস্তারিত :অালুর বয়স না হতেই গাছ মারা য়াচ্ছে বয়স ৬০ দিন প্রায়

উত্তর/মতামত

আপনার ক্ষেতে মড়ক বা নাবীধ্বসা রোগে আক্রান্ত হয়েছে। রোগ প্রতিকার নিম্নরূপ- মড়ক রোগ (লেইট ব্লাইট) দমনের জন্য মেলোডি ডুও গ্রাম + সিকিউর ১ গ্রাম+এক্রোভেট এমজেড ২ গ্রাম + সিকিউর ১ গ্রাম/এক্রোভেট এমজেট ২ গ্রাম + মোলোডি ডুও ১ গ্রাম/মেলোডি ডুও ২ গ্রাম + ডায়থেন এম ৪৫ ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর স্প্রে করতে হবে। উল্লেখ্য যে, স্প্রে করার সময় পাতার উপরের দিকের পাশাপাশি নীচের দিকে অবশ্যই স্প্রে করতে হবে এবং আক্রান্ত জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। এখানে উল্লেখ্য যে, এই ক্ষেত থেকে কোনভাবেই বীজ আলু রাখা যাবে না।