Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সার ব্যবস্থাপনা
বিস্তারিত :বিস্তারিত বিবরন ড্যাবে কি পরিমান পুষ্টি উপাদান আছে তা জানতে এবং সে অনুযায়ী সার প্রয়োগ করতে শেখা।

উত্তর/মতামত

নারিকেলে উল্লেখ্যযোগ্য পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। প্রতি ১০০ গ্রাম টাটকা শাঁসে জলীয় অংশ-৪৫%, খনিজ -১গ্রাম, আঁশ-৩.৬গ্রাম, আমিষ-৪.৫গ্রাম, চর্বি-৩৭গ্রাম, শর্করা-১৩গ্রাম, ক্যালসিয়াম-১৪মি.গ্রাম, লৌহ-১.৭ মি. গ্রাম, ভিটামিন বি১ .০৫ মি. গ্রাম, ভিটামিন বি২ .০৫ মি. গ্রাম, ভিটামিন সি- ১মি. গ্রাম। আর প্রতি ১০০ মিলি ডাবের পানিতে জলীয় অংশ ৯৫.৪% , প্রোটিন ০.১ গ্রাম, চর্বি-০.১গ্রাম, খনিজ পদার্থ-০.৪ গ্রাম, শর্করা ৪ গ্রাম, ক্যালসিয়াম-২ মিলি গ্রাম, ফসফরাস ১০০ মিলি গ্রাম পাওয়া যায়। গাছের বয়স অনুয়ায়ী সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bari.gov.bd পরে ই-বুক পরে কৃষি প্রযুক্তি হাতবই পরে ২য় খন্ড পরে ফল ফসল পরে নারিকেল
ড. মদন গোপাল সাহা
ফল বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর