Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বাড়ির ছাদে ফলের গাছ লাগানো সম্পর্কে।
বিস্তারিত :বাড়ির ছাদে কি মাল্টা, পেয়ারা, লেবু, কমলা, বরই, লিচু, ইত্যাদি ফলের গাছ লাগানো সম্ভব? যদি লাগানো যায় তবে টবের দৈর্ঘ, প্রস্থ এবং উচ্চতা কত হতে হবে? এবং কত দূরত্বে গাছ লাগাতে হবে? দয়া করে একটু বিস্তারিত জানাবেন প্লীজ।

উত্তর/মতামত

বাড়ির ছাদে মাল্টা, পেয়ারা, লেবু, কমলা, বরই গাছ লাগানো সম্ভব। এ ক্ষেত্রে মিডিয়া হিসেবে মাটির সাথে ভার্মিকম্পোস্ট, ট্রাই কোকপোস্ট, ছাই, বালি, ধানের গুড়া ইত্যাদি মিশাতে পারেন। আপনার ছাদের জায়গা ও ধারন ক্ষমতার উপর টবের পরিমাপ ও গাছের দূরত্ব নির্ভর করবে। সাধারণত ২ ফুট × ২ ফুট পরিমাপের টব ব্যবহৃত হয় এবং গাছ থেকে গাছের দূরত্ব ১.৫ মিটার ×১.৫ মিটার অথবা ২ মি.×২মি. রাখা হয়। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২