Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাচের রোগ প্রসঙ্গে
বিস্তারিত :আম গাছে ফুল আসে কিন্তুু আম অনেক কম ধরে। আম একটু বড় হলে পেটে যায় এবং আম পাকার পরে চামড়ার নিচে এক ধরনের সাদা পোকা দেখা যায়, এর প্রতিকার কি জানালে উপকৃত হব

উত্তর/মতামত

আপনার গাছটি কলমের নাকি বীজের, বয়স কত, নিয়মিতক পরিচর্যা করেন কিনা এসব তথ্যাদি জানান নাই। বয়স অনযায়ী গাছের পরিচর্যা, সার, সেচ প্রয়োগ এবং মুকুল আসার আগে ও পরে করনীয় জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল (আম)। ফল ফেটে যাওয়া : ফলের বৃদ্ধিকালে দীর্ঘ শুষ্কতা বা পানির কমতি এবং হঠাৎ অধিক পানি বা বৃষ্টি ফেলে ফল ত্বক ফেটে যায়। তাই ফলের বৃদ্ধি পর্যায়ে নিয়মিত সেচ দিতে হবে এবং মালচিং করতে হবে। বর্ষার শেষে গাছ প্রতি ৫০ গ্রাম হারে বরিক এসিড অথবা ১০০ গ্রাম হারে বোরাক্স প্রয়োগ কতে হবে। মাছি পোকা: ফল সংগ্রহের অন্তত ১ মাস পূর্বে বিষটোপ ফাঁদ হিসেবে ১০০ গ্রাম পাকা আম থেতলে এর সাথে ১ গ্রাম সেভিন ৮৫wp ব্যবহার করতে হবে অথবা ১-১.৬ মাস পূর্বে মিথাইল ইউজেনলযুক্ত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। এছাড়াও বাদামী কাগজ বা পলিথিন দিয়ে ফল ব্যাগিং করতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২