Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম
বিস্তারিত :আম গাছের দূরত্ব কত হবে।

উত্তর/মতামত

আমের বিভিন্ন জাতের উপর নির্ভর করে রোপন দুরত্ব নির্ধারিত হয়। সাধারণত আম গাছের জন্য ৮-১০ মিটার দূরত্ব বজায় রাখা হয়। তবে, জায়গার স্বপ্লতার ভিত্তিতে সামান্য কম করা যায়। এছাড়া বারি উদ্ভাবিত জাত সমূহের রোপণ দূরত্ব যেমন: বারি আম ১, ২, ৬, ৭ এর ক্ষেত্রে ১০ মি. x ১০মি. বারি আম ৫ এর ক্ষেত্রে ১০ মি. x ১০মি. বারি আম ৩, ৪, ৮ এর ক্ষেত্রে ৮ মি. x ৮মি. ড. মদন গোপাল সাহা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর