Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ahmedrakib77@gmail.com
বিস্তারিত :মরিচ গাচের পাতা উপরের দিকে কুকরিয়ে যায়।

উত্তর/মতামত

সাধারণত মরিচের পাতায় থ্রিপস পোকার আক্রমণ হলে পাতা উপরের দিকে কুকড়ে যায়। এই পোকার আক্রমণ হলে সাবাসেস/ইমিটাফ/টাফগড় নামক কীটনাশক প্রতি লিটার পানিতে ১মি.লি হারে মিশিয়ে গাছের পাতার উপরদিকে ও নিচ দিকসহ পুরো গাছ ভিজিয়ে দিতে হবে। মুহাম্মদ মোস্তফা কামাল বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র বারি, গাজীপুর।