Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা বাগানে করনীয়
বিস্তারিত :১ বিঘা জমিতে বারি মাল্টা-১ চারা লাগালে কতগুলো চারা লাগানো যাবে? তার পরিমাপ টা কেমন হবে? মাল্টা -১ জাতের মাল্টা পাকলে কি হলুদ হয়? কাল্টিভেশন মেথড কিভাবে পেতে পারি? গ্রাফটিং ও গুটি কলমের চারার কোন্টিতে আগে ফল আসবে এবং এদের মধ্যেপার্থক্য কি?

উত্তর/মতামত

বারি মাল্টা-১ এর রোপন দূরত্ব হল ৪মি.×৪মি.। এই পরিমান অনুযায়ী আপনার জমিতে মাল্টার চারা লাগানোর লেআউট তৈরী করুন। বারি মাল্টা-১ পাকা অবস্থাতেও সবুজ বর্ণের এবং মিষ্টি হয়। গ্রাফটিং মাল্টা চাষের জন্য উত্তম। চাষ পদ্ধতি জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল (মাল্টা)। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২