Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লিচু
বিস্তারিত :মোঃরিপন শেখ।আমি একটি লিচুর বাগান করতে চায় কিন্তুু ভাল চারা কোথায় বা কিভাবে পাবো একটু দয়া করে জানাবেন।আর নাইতো আমাকে একটা ফোন নামবার দিবেন আমি পরে যোগাযোগ করবো

উত্তর/মতামত

ভাল লিচুর চারার প্রাপ্তি স্থান
১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।
২। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রসমূহ, যেমন-ঈশ্বরদী, পাবনা, রাজশাহী ও আকবরপুর, মৌলভীবাজার।
৩। ফল গবেষণা কেন্দ্র, বিনোদপুর, রাজশাহী।
৪। হটিকালচার সেন্টার-ডিএই এবং
৫। বিশ্বস্ত কোন নার্সারী থেকে ভাল লিচুর চারা পাওয়া যাবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২