Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল কম ধরে
বিস্তারিত :অামার একটা নারিকেলের গাছ অাছে,নারিকেল ধরে ধরে তিন চারটা এর বেশিনা,অামি এমন কি করলে ফলন বেশি পাব,যদি কোন পরামশ দিতেন,খুব উপ্রকৃতি হতাম…

উত্তর/মতামত

নারকেল গাছের বয়স, সার-পানি ব্যবস্থাপনা, পানি নিস্কাশন, রোগ-পোকার আক্রমন আছে কিনা, কোন পেস্টিসাইড স্প্রে করা হয়েছে কিনা, নারিকেল গাছ পর্যাপ্ত আলো-বাতাস পায় কিনা প্রভৃতি বিষয়ে কোন তথ্য না থাকায় ফল কম ধরার কারন সম্পর্কে সুস্পষ্ট কোন পরামর্শ প্রদান করা যাচ্ছে না। এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.bari.gov.bd কৃষি প্রযুক্তি সেবা বক্স, কৃষি প্রযুক্তি হাত বই (২য় খন্ড), ফল ফসল, নারিকেল।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২