Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বিষ
বিস্তারিত :কোন বিষ প্রয়োগ করলে সাধারণত সকল সবজি ভালো হবে?

উত্তর/মতামত

সাধারণত বিভিন্ন সবজি ফসলে বিভিন্ন ধরণের পোকামাকড়ের আক্রমন হয়ে থাকে। সে জন্য এককভাবে কোন বিষ বা কীটনাশক প্রয়োগ করে সকল সবজি ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন করা সম্ভব নয়। সফলভাবে সবজি ফসল উৎপাদনের জন্য আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন।

ড. এ.কে.এম. জিয়াউর রহমান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কীটতত্ত্ব বিভাগ, বারি, গাজীপুর
মোবাইল-০১৫৫২৪১২৯৫২