Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : litchi cultivation
বিস্তারিত :Commercial production er jonno kon jat best ja kina protibar fal dibe

উত্তর/মতামত

আপনি কোন এলাকায় বাস করেন তা জানান নাই। বিএআরআই উদ্ভাবিত ৪টি জাত রয়েছে লিচুর।
১। বারি লিচু-১: নিয়মিত ফল দানকারী উচ্চ ফলনশীল আগম জাত। রাজশাহী ও পাবনা অঞ্চলের জন্য উপযোগী।
২। বারি লিচু-২: নিয়মিত ফল দানকারী উচ্চ ফলনশীল নাবীজাত। বাংলাদেশের পূর্বোঞ্চলের জন্য উপযোগী।
৩। বারি লিচু-৩: মাঝ মৌসুমী উন্নত জাত, ক্ষুদ্র বীজ সম্পন্ন। সমগ্র বাংলাদেশে চাষ উপযোগী।
৪। বারি লিচু-৪: মাঝ মৌসুমী অতি ক্ষুদ্র বীজ সম্পন্ন উচ্চ ফলনশীল, উন্নত গুনগত মান সম্পন্ন জাত। উত্তর-পশ্চমাঞ্চলের জন্য উপযোগী (রংপুর, দিনাজপুর)।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২