Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা চাষ এ করণীয় ও চারা কোথায় পাবো
বিস্তারিত :স্যার শুরুতেই আপনার প্রতি রইলো আমার ছালাম ও শুভেচ্ছা। স্যার আমি একজন শিক্ষার্থী আমি আপনাদের উদ্ভাবিত বারি ১ জাতের মাল্টা চাষ করতে চাই কিন্তু আমার কোনো প্রশিক্ষন না থাকায় আমি তা করতে পারছিনা। এমন কি চারার সন্ধানও জানিনা এমতাবস্থায় আমার এই স্বপ্নকে পুরনের জন্য আপনার দারস্থ হইলাম আশাকরি আপনি আমাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই স্বপ্ন পুরনে এগিয়ে আসবেন।

উত্তর/মতামত

আপনি কোন এলাকায় বসবাস করেন জানান নাই। আপনার কিটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র/ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র গুলোতে যোগাযোগ করুন। এছাড়া যোগাযোগ করতে পারেন (চারা কলম পেতে) মো: দেলুয়ার, সিলেট। মোবাইল-০১৭১১-৯১১৪৩৭।মাল্টার চাষ পদ্ধতি জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, e-book, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল, মাল্টা।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১