Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কলা
বিস্তারিত :কলা গাছে ফর সঠিক বাবে আসে কিন্তু যখন ফল পাঁকার সময় আসে তখন হঠাৎ গাছ বেঙ্গে পরে এর কারন কি এবং করনিয় কি?

উত্তর/মতামত

গাছের গোড়ায় মাটি সঠিকভাবে দেওয়া আছে কিনা খেয়াল রাখতে হবে। কলার কাদির ওজন গাছের তুলনায় বেশি হলে ভেঙ্গে পড়তে পারে। এক্ষেত্রে গাছে খুটির ব্যবস্থা করতে হবে। এছাড়া পানামা রোগে গাছ ভাঙ্গতে পারে। কিন্তু আরও বিস্তারিত তথ্য না জেনে এ রোগ হয়েছে কিনা তা বলা যাবে না।
>
>ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
>মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২