Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে
বিস্তারিত :পাতা হলুদ ও কোকড়ানো

উত্তর/মতামত

পাতা কোকড়ানো ভাইরাসের আক্রমনে পাতা কুকড়িয়ে এবং মুচড়িয়ে যায় এবং পত্রফলক ছোট হয়ে যায়। আক্রমন তীব্র হলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। জাব পোকার মাধ্যমে এ রোগ ছড়ায়।
আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং রোগ বিস্তারকারী পোকা দমনের মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা যায়।
গাছের পাতায় হলুদ ছোপ ছোপ দাগ হলে পেঁপের মোজাইক ভাইরাসের আক্রমন, যা জাব পোকা দ্বারা ছড়ায়। এক্ষেত্রে আক্রান্ত পাতা, ফল, গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া, সালফারের অভাবে পাতা হলুদাব এবং দুর্বল হয়ে যায়, বৃদ্ধি কম হয়।
প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে থিওভিট অথবা কুমুলাক্স মিশিয়ে ১০-১৫ দিন পরপর ২-৩ বার সমস্ত পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২