Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ধানে পোঁকা এবং পাতা মরে জাওয়া
বিস্তারিত :আমাদের প্রায় ১.৫ একর জমিতে ধান চাষ করা। কিন্তু অতি বৃষ্টির কারনে অামার এই জমিতে পোঁকা ধরেছে সুধু আমার না প্রায় সবারি একই অবস্থা।আমি কিছু ওসুধ নিয়ে স্প্রে করেচি কিন্তু কোন কাজ হয় নি এখন আমি কি ওসুধ দিব? আর একটা সমস্যা হচ্ছে.. আমার জমিতে ধান গাছের প্রায় অর্ধেক পাতা মরে গেছে এটা কি এই পোকার আক্রমণ থেকে হইছে নাকি অন্য কোন কারনে?

উত্তর/মতামত

ধান সংক্রান্ত কার্যক্রম বিএআরআই করে না বিধায় আপনাকে কোন রূপ পরামর্শ দেয়া সমীচীন হবেনা। অনুগ্রহপূর্বক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিিউট (ব্রি), জয়দেবপুর, গাজীপুরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.brri.gov.bd। উল্লেখ্য আপনার প্রশ্নটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এএসআইসিটি বিভাগ, বারি, গাজীপুর