Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সাথী ফসল।
বিস্তারিত :আমি দুই মাস আগে চার বিঘা (১৩২শতক) জমিতে সাত হাত বর্গ দূরত্বে আম গাছা লাগিয়েছি। আমের পাশাপাশি আমি কি কি চাষ করতে পারি? জানালে উপকৃত হব।

উত্তর/মতামত

বাগানে আম গাছের চারা রোপনের পর থেকে ফল ধরার পূর্ব পর্যন্ত আন্ত:ফসল করা যেতে পারে। ফল ধারনের পর আন্ত:ফসল করা উচিত নয়। আন্ত:ফসল প্রধান ফসল থেকে ১ মিটার দুরত্বে লাগাতে হবে। আন্ত:ফসল সাধারণত: ছোট আকারের অগভীর শিকড় বিশিষ্ট স্বল্প মেয়াদী হতে হবে। আন্ত:ফসল হিসাবে সবজি যেমন: টমেটো, ফুলকপি, বাঁধা কপি, বেগুন, ঢেঁড়শ, মূলা, কদু , সীম, গাজর লালশাক ইত্যাদি এবং ডাল ও তৈল জাতীয় ফসল মাস, মুগ, মসুর, ছোলা, মটর, বাদাম এবং ফল হিসাবে, বারি পেয়ারা-২, পেঁপে, আনারস ইত্যাদির চাষ করা যায়। বর্ষা মৌসুমে আন্ত:ফসল হিসাবে সবুজ সার যেমন ধৈঞ্চা, শনশাট, অড়হড় কাষ করা হয়।

ড. মো: আজমত উল্লাহ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৮১৬-১৪৬৪০৩