Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে গাছের গোরা পচা
বিস্তারিত :পেপে গাছে গোরা পচে যায়

উত্তর/মতামত

এ রোগ প্রতিকারের তেমন সুযোগ থাকে না। তাই প্রতিরোধের ব্যবস্থা করা উত্তম। নিম্নোক্ত ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে- ১. আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে বীজতলা তৈরী করতে হলে বীজ বপনের পূর্বে বীজতলার মাটি ভালভাবে শুকানোর ব্যবস্থা করতে হবে। ২. সিকিউর নামক ছত্রাকনাশক ২-৩গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে শোধন করলে ভাল ফল পাওয়া যায়। ৩. জমি তৈরির পর ৬ সি.মি. পুরু করে শুকনো কাঠের গুড়া বা ধানের তুষ বীজতলায় ছিটিয়ে পোড়াতে হবে। ৪. বীজতলায় হেক্টরে ৫ টন হারে আধাপঁচা মুরগীর বিষ্ঠা ব্যবহার করতে হবে। ৫. প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে সিকিউর মিশিয়ে ড্রিঞ্চিং করে এ রোগের বিস্তার কমানো যায়। ৬. চারা লাগানোর ৩ সপ্তাহ পূর্বে হেক্টর প্রতি ৩ টন আধা পঁচা মুরগীর বিষ্ঠা অথবা ৩০০ কেজি খৈল জমিতে প্রয়োগ করে মাটির সাথে ভালভাবে মিশাতে হবে। ৭. এতে কান্ড পঁচা রোগের উপদ্রব কম হবে।