Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : থাই-৩ পেয়ারার ভাল মানের চারা কোথায় পাব? এবং এর চাষ পদ্ধতি।
বিস্তারিত :থাই-৩ পেয়ারার ভাল মানের চারা কোথায় পাব? এবং এর চাষ পদ্ধতি বিস্তারিত জানতে চাই।

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর হতে এ পর্যন্ত পেয়ারার মোট ৩টি জাত বাংলাদেশের সর্বত্র চাষের জন্য মুক্তায়িত করা হয়েছে। এর মধ্যে বারি পেয়ারা-২ নামক জাতটি ১৯৯৬ সালে মুক্তায়িত করা (যা থাইল্যান্ড হতে introduce করা) হয়েছে। যার ফলের গড় ওজন ৪০০ গ্রাম, বীজ কম, কচকচে ও খুব মিষ্টি এবং বছরে দুইবার প্রচুর পরিমাণে ধরে। তাই আপনি আপনার এলাকায় সাফল্যজনকভাবে বারি পেয়ারা-২ এর চাষ করতে পারেন এবং চারা/কলম ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই হতে সরাসরি সংগ্রহ করতে পারেন। এছাড়া পেয়ারা চাষের উন্নত কলাকৌশল শীর্ষক লিফলেট সরাসরি পেতে পারেন। বিএআরআই এর ওয়েবসাইট ভিজিট করেও পেতে পারেন পেয়ারা চাষের কলাকৌশল শীর্ষক ই-বুক: www.bari.gov.bd next Home page next Publications next ই-বুক next কৃষি প্রযুক্তি হাতবই (২য় খন্ড) next ফল ফসল next পেয়ারা (পৃষ্ঠা ৪৫)। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।