Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বাতাবিলেবু
বিস্তারিত : আমার দুটি বাতাবিলেবুর গাছ আছে ,বয়স ১৫ বছর I প্রচুর পরিমানে ফল ধরে,কিন্তুু ফল ধরার কিছু দিন পর ফল গুলি খয়েরি আকার ধারণ করে I ফল গুলি খয়েরি রং হওয়ার কারণ ও প্রতিকারের উপায় জানতে চাই I মোঃ আব্দুল কুদ্দুস মোগলহাট ,লালমনিরহাট I

উত্তর/মতামত

বাতাবিলেবু ও অন্যান্য লেবুজাতীয় গাছে ফল যখন একটু বড় হয় তখন ফ্লাই মাইট নামক মাকড় (Flat mite) আক্রমন করে এবং ফল বড় হওয়ার সাথে সাথে তা ছড়িয়ে সারা ফল আবৃত করে এবং বাদমী/খয়েরি রং ধারণ করে। প্রতিকার : এজন্য ফল একটু বড় হলে ভারটিম্যাক/ওমাইট ১.৫মি.লি/লিটার পানিতে মিশিয়ে ২-৩ বার স্প্রে করলে পরবর্তীতে এই রোগের প্রার্দুভাব হবে না। স্প্রে করার সময় বিশেষ লক্ষ্য রাখতে হবে যেন পাতার নীচের অংশেও ওষুধ পৌঁছায়। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর