Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কাঁঠাল পাকা সমস্যা
বিস্তারিত :গাছে কাঁঠাল ধরে কিন্তু পাকে না। গাছ থেকে কাটা হোক বা না হোক কোনভাবেই তা পাকে না। এছাড়া কাঁঠাল যখন ছোট থাকে তখন পোকার আক্রমণ দেখা যায়। কাঠের গুরির মত গুরি গুরি বের হয় এবং পচতে শুরু করে। সমাধান দিলে কৃতজ্ঞ থাকবো।

উত্তর/মতামত

প্রথমত, গাছের সঠিক পরিচর্যা যেমন- আগাছা, ডালপালা ছাটাই, পর্যাপ্ত পানি এবং সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত, এই সমস্যাটি কাঁঠালের ফল ছিদ্রকারী পোকার কারণে হয়েছে। এক্ষেত্রে- আক্রান্ত ফুল ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। বাড়ন্ত ফলের জন্য ব্যাগিং পদ্ধতি গ্রহন করতে হবে। এটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। ফুল আসার সময় সুমিথিয়ন/ডায়াজিনন ৬০ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি করে মিশিয়ে ১০ দিন অন্তর ২/৩ বার স্প্রে করতে হবে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর