Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ড্রাগন ফল এবং লটকন এর চারা সংগ্রহ কিভাবে করা যায়
বিস্তারিত :আমার বাড়ী, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়, পারিবারিকভাবে আমি ড্রাগন ফল ও লটকন চাষ করতে ইচ্ছুক। কুমিল্লা কৃষি গবেষনা হতে এসব ফলের চারা / কলম সংগ্রহ করা যাবে কি? না হলে কি করতে হবে। প্রতিটির মূল্য কত?

উত্তর/মতামত

কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লায় যোগাযোগ করলে সীমিত পরিমানে ড্রাগন ফলের চারা পেতে পারেন। লটকনের ভাল মানের চারা সংগ্রহ করতে পারবেন কৃষি গবেষণা কেন্দ্র, নরসিংদী থেকেও। এছাড়া বিভিন্ন নার্সারীতে লটকনের কলম পেতে পারেন। সেক্ষেত্রে চারাটি স্ত্রী কিনা তা নিশ্চিত হতে হবে। চারা মূল্য স্থান ভেদে বিভিন্ন রকম হতে পারে।