Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছের ফল বৃদ্ধি করার উপায়
বিস্তারিত :আমি ড্রামে বার মাসি আম গাছ লাগিয়েছি । গাছে মুকুল এসেছে কিন্তু গুনি ঝরে যাচ্ছে ।

উত্তর/মতামত

আপনি গাছের বয়স ও ড্রামে মাটির সাথে কি কি সার ব্যবহার করেছেন সেগুলো উল্লেখ করলে ভালো হত। এমতাবস্থায় ড্রামের কিছু মাটি পরিবর্তন করে দিবেন এবং মাটির সাথে গোবর ও জৈব সার ব্যবহার করবেন।