Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বিষয়:মসুর ডালের চারা মরা
বিস্তারিত :মসুর ডালের বীজ শোধন না করে বীজ বপন করা হয়েছিল এবং জমিতে চারা ও খুব ঘন বেরিয়েছে কিন্তু হঠাৎ জমির অর্ধেক মারা গেছে এখন কি করতে হবে দ্রুত পরামশ দিবেন ?

উত্তর/মতামত

গোড়া পচা রোগ দমনের উপায়: গবেষণার ফলাফল থেকে জানা যায় যে সাধারণত যে সকল জমির মাটিতে বপনের প্রারম্ভে স্বাভাবিক অবস্থায় (জো অবস্থা) চেয়ে বেশী রস থাকে সেই সকল জমিতে গোড়া পচা রোগের প্রাদুর্ভাব বেশী হয়। সুতরাং বপনের সময় জমিতে যাতে অতিরিক্ত রস না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া প্রোভেক্স-২০০ (২.৫-৩.০ গ্রাম/প্রতি কেজি বীজ) হারে শুকনো বীজ হালকা পানির ছিটা দিয়ে ভিজিয়ে ভালভাবে মিশিয়ে বীজ শোধন করে বুনলে এ রোগের প্রকোপ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। জমি চাষের সময় প্রথমে ট্রাক্টর বা হ্যারো দিয়ে গভীরভাবে (৫-৬ ইঞ্চি) চাষ করে তারপর পাওয়ার টিলার দিয়ে চাষ করে মই দিয়ে মাটি সমান করে নিয়ে বীজ বুনলে এ রোগ থেকে কিছুটা পরিত্রান পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মসুরের জাতসমূহের মধ্যে বারি মসুর-৩ গোড়া পচা রোগ সহনশীল জাত। কৃষক ভাইগন এই জাত চাষ করলে গোড়াপচা রোগ থেকে অনেকটা পরিত্রান পেতে পারেন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাল গবেষণা উপ-কেন্দ্র, বিএআরআই, গাজীপুর