Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : উন্নত জাতের জিংগা চাষ পদ্ধতি।
বিস্তারিত :এখন কি জিংগা চাষের সঠিক সময়? জিংগা চাষের সঠিক পদ্ধতি কি? ভালো জাতের বীজ? কত দিনে জিংগার ফসল ধরে?

উত্তর/মতামত

১। আপনি উন্নত জাতের ঝিঙ্গার চাষ পদ্ধতি সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘ঝিঙ্গার উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক পুস্তিকাতে পাবেন। এই বইটি সংগ্রহের জন্য আপনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর (মোবাইল: ০১৭১৫১৭৯৩৬৬) এর সাথে যোগাযোগ করবেন। ২। ঝিঙ্গা লাগানোর উপযুক্ত সময় ফেব্রুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত। তবে আপনি এটি মে মাস পর্যন্ত লাগিয়েও সাফল্য জনক ফলন পেতে পারেন। ৩। বারি ঝিঙ্গা-১ একটি উন্নত জাত। এটির বীজ সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুরে পাওয়া যাবে (মোবাইল: ০১৫৫২৪৪৯৩২৩)। ৪। জাতভেদে বীজ বপনের ৪৫-৫৫ দিন পর থেকে ফল ধরা শুরু হয়।