Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ঝাড় শিম সম্পর্কীত
বিস্তারিত :১। ঝাড় শিমে যে অনুজীব ব্যবহার করা হয় তার নাম কি? ২। ঝাড় শিম সম্পর্কীত গবেষণাপত্র কোথায় পাওয়া যেতে পারে?

উত্তর/মতামত

১। ’ঝাড় শিম এর অনুজীব সার’ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মৃত্তিকা অনুজীব গবেষণাগারে যোগাযোগ করে তথ্যাদিসহ সীমিত পরিমান সার পাওয়া যেতে পারে। যোগাযোগ: ড. আসাদুল হক ভূঞাঁ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা অনুজীব বিভাগ, বারি, জয়দেবপুর। মোবাইল: ০১৭২০০৫১৬৫৭ ২। ঝাড়সীম এর গবেষণা তথাদি : ’বারি প্রযুক্তি হাত বই’ থেকে পাওয়া যেতে পারে কিংবা সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, জয়দেবপুর থেকে পাওয়া যাবে। লিমু আক্তার বৈজ্ঞানিক কর্মকর্তা সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই, গাজীপুর মোবাইল-০১৭২৬-৬২০৬৩০