Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে গাছের ছত্রাক জনিত রোগের সমাধান চেয়ে আবেদন ৷
বিস্তারিত :সখের বসে ৮,৯ টি পেপে গাছ লাগিয়েছিলাম ৷ কিছুদিন থেকে দেখি গাছের সব জায়গাতেই সাদা সাদা পোকার মত ৷ ওরা দেখতে খুবই ছোট ৷ পোকা বলব না ছত্রাক বলব বুঝতে পারছি না ৷ এদের প্রভাব এত ভয়াবহ যে কিছুদিনের মধ্যে গাছ মারা যায় ৷ দয়া করে দ্রুত সামাধান দেন ৷ আর ২ টি গাছই আধমরা অবস্থায় বেঁচে আছে ৷

উত্তর/মতামত

প্রেরিত ছবি হতে বোঝা যাচ্ছে যে, মিলি বাগ নামক মারাত্মক পোকার আক্রমন হয়েছে। আক্রান্ত পাতা ও ফলে সাদা পাউডারের মত আবরন দেখা যায়। আক্রান্ত গাছের পাতা ও ফলে শুঁটি মোল্ড রোগের সৃষ্টি হয় এবং গাছ মারা যায়। আক্রমনের প্রথম দিকে পোকা সহ পাতা/কান্ড সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে অথবা পুরাতন টুথ ব্রাশ দিয়ে আচড়িয়ে পোকা মাটিতে ফেলে মেরে ফেলতে হবে। আক্রমন বেশি হলে প্রতি লিটার পানিতে ৫ গ্রাম সাবান পানি অথবা এডমায়ার ২০০ এমএল ০.২৫ মিলি হারে ১৫ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে। এছাড়া চারা কলম রোপনের সময় থেকে আগাছা পরিস্কার রাখতে হবে। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর, মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১