Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পান গাছের গোড়া পচা রোগ
বিস্তারিত :পান গাছের গোড়া পচে আস্তে আস্তে নেতিয়ে কিছুদিন পর মারা যাচ্ছে।,পচন জায়গা বাদামি, পিচ্ছিল।

উত্তর/মতামত

গ্রামীন অর্থনীতিতে পান অতি গুরুত্বপূর্ণ ফসল, তাই মসলা গবেষণা কেন্দ্র বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে প্রতিকারের জন্য নিম্নরুপ সুপারিশ করছে: পান বরজে গোড়া পঁচা রোগের আক্রমণ ঘটলে মাটি সংলগ্ন গোড়ার লতায় কালো দাগ দেখা যায়। অনেক সময় কালোদাগের উপর সাদা পাউডার আকৃতির দেখা যায়। কালোদাগ স্থানে আঙ্গুল দিয়ে চাপ দিলে লতার আঁশ বের হয়ে পড়ে, আবার পিচ্ছিল বা বিজালো আকার দেখা যায়। গোড়া পঁচা রোগের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থাপনা হিসেবে রোগমুক্ত রবজ থেকে লতা সংগ্রহ করতে হবে। বীজলতা রোপণের আগে প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে কার্বেন্ডাজিম মিশিয়ে নিয়ে তাতে বীজ লতা ধুয়ে নিতে হবে। ক্ষেতে সরিষার খৈল ব্যবহার করতে হবে। খৈল ব্যবহার কালে এর সাথে বিঘা প্রতি ১০০ গ্রাম ম্যানকোজেব অথবা কপারহাইড্রোঅক্সইড গ্রুপের ছত্রাক নাশক প্রয়োগ করতে হবে। এ সময় ক্ষেতে গোড়া পচা রোগ দেখা দেওয়ায় প্রথমত: প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে প্রভেক্স গাছের গোড়ায় স্প্রে করতে হবে, এর ৭ দিন পর প্রতি লিটার পানির সাথে ১ মিলি হারে সমস্ত গাছে স্প্রে করতে হবে এবং এর ৭ দিন পর প্রতি লিটার পানির সাথে ১.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা: জনাব মো: আব্দুল ওয়াদুদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, বগুড়া; মোবাইল নং- ০১৭৪৩০৭৩১৩৮